Saturday, December 5, 2015

Refurbished Products (Bengali)

নমস্কার

'Refurbished Products' জিনিস টি কি ??

ধরে নিন কেউ একটা ফোন কিনেছে। সেই ফোন টা তে কিছু একটা অসুবিধা হযেছে। সে সেই ফোন টাকে কোম্পানি কে ফেরত দিয়েছে। কোম্পানি সেই ফোন টাকে সরাই করে ঠিক মত টেস্ট করে বাজার এ আবার বিক্রি করলো , কিন্তু অনেকটা কম দাম এ।  এটাই হলো "REFURBISHED".

এখন ইন্টারনেট এ অনেক site এই এইরকম জিনিস কিনতে পাওয়া যাচ্ছে।
REFURBISHED PRODUCT আর SECOND HAND PRODUCT একই জিনিস নযে.
Refurbished জিনিস এ কোম্পানির তরফ থেকে  warrenty দেওয়া হযে।

এই রকম জিনিস কেনার আগে ইন্টারনেট টা ভালো করে ঘাটলে দেখবেন কোনো ভালো জিনিস কম দাম এই পেয়ে যাবেন।

অনেকেই Refurbished জনিস কেনে।  তাই amazon , ebay , ইত্যাদি অনলাইন রেটেলের এই রকম জিনিস ও বিক্রি করছে।

যদি এই রকম Refurbished Products গুলি একবার দেখতে চান তাহলে নিচে দেওয়া নাম গুলি তে ক্লিক করুন এবং দেখে নিন

Links:
Amazon , Rediff , Ebay , Overstock

আজকের জন্য এই থাক
কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে নিচে কমেন্টস করে পারেন
                                               
                                                                  ধন্যবাদ

No comments:

Post a Comment